ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৫৫ জন মারা গেলেন। মৃতদের মধ্যে একজন ঢাকার বাইরের। একই সময়ে আরও ১ হাজার ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।


বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৯৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ২ হাজার ৪১৫ জন।


এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৭ হাজার ৫৪৭ জন, যাদের মধ্যে ১৯ হাজার ৫৬৯ জন ভর্তি হয়েছেন শুধু জুলাই মাসের প্রথম ২০ দিনে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

ads

Our Facebook Page